ছনি চৌধুরী,(হবিগঞ্জ) নবীগঞ্জ প্রতিনিধি ॥
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় রাস্তা পারাপার হওয়ার সময় বাস চাপায় এক বৃদ্ধ মহিলা গুরুতর আহত হয়েছেন । গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ হয়েছে ।
জানাযায়, সোমবার দুপুর ১২টার সময় ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় ঐতিহ্যবাহী পাহাড়ি অঞ্চল দিনারপুর পরগণার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া গ্রামের মৃত শকই উল্লার স্ত্রী শারফুল বিবি(৭০) ঢাকা-সিলেট মহাসড়ক পারাপার হচ্ছিলেন এসময় ঢাকা-থেকে ছেড়ে আসা সিলেটগামী দ্রুতগতির ইউনিক পরিবহণের বাস ঢাকা মেট্রা ব (১৪-৪৫৫৬) বৃদ্ধা মহিলা শারফুল বিবি(৭০) মারাত্মক ভাবে ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পড়েন তিনি । এসময় গুরুতর হন শারফুল বিবি ।
এসময় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় বৃদ্ধ মহিলা উদ্ধার কওে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয় । এদিকে ইউনিক পরিবহণের বাস ও চালকে দেবপাড়া বাজার ব্যবসায়ী সমিতির জিম্মায় রাখা হয়েছে ।
এবিষয়ে দেবপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইকবাল মিয়া জানান, বাস ও চালক আমাদের জিম্মায় রয়েছে রোগীর অবস্থা বুঝে গ্রাম্য শালিশের মাধ্যমে এই বিষয়টা নিষ্পত্তি করা হবে । সংবাদটি লেখা পর্যন্ত বৃদ্ধ মহিলার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে ।