ছনি চৌধুরী,নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এক মহিলার রহস্যজনক মৃত্যু হয়েছে। গত কয়েকদিন ধরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে ৩সন্তানের জননী তাহমিনা আক্তার (৩০) মৃত্যু হয় ।
জানাযায়,নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাশডর গ্রামের সামছুল হকের স্ত্রী তাহমিনা আক্তার গত তিনদিন পূর্বে গুরতর অসুস্থ হয়ে পড়লে তার স্বামী ও শশুরবাড়ির লোকজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে । এরপর শনিবার সকালে তার মৃত্যু হয় ।
হঠাৎ করে অসুস্থ তারপর মৃত্যু এবিষয়টি মেনে নিতে পারছেন না তাহমিনার মা ও অবুঝ তিন সন্তান। পরিবার দাবী করছে তাহমিনাকে হত্যা করা হয়েছে এবিষয়ে পরিবারের লোকজন যৌতুকের জন্য মারপিট এই মর্মে উল্লেখ করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে ।
এবিষয়ে পুলিশ বলছে ময়নাতদন্তের রির্পোট আসার পর হত্যা কী না অন্য কিছু তা নির্দিষ্টভাবে বলা যাবে । তাহমিনার রেখে যাওয়া তিনটি সন্তানের কান্নায় এলাকাজুড়ে প্রতিকূল আবহাওয়ার সৃষ্টি হয়েছে । শনিবার দুপুরে সিলেট কোতোয়ালী থানার অধীনে ময়না তদন্ত সম্পূর্ণ করা হয় তাহমিনার । পরে তাহমিনার মরদেহ বাবার বাড়ি নবীগঞ্জ উপজেলার দিনারপুর পরগণার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামে নিয়ে আসার পর সন্ধ্যায় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাহমিনাকে দাফন করা হয়েছে । গোপলার বাজার তদন্তকেন্দ্রের এস আই আব্দুর রহমানের নেতৃত্বে একদল পুলিম ঘটনাস্থল পরিদর্শন করেছে । এঘটনায় দিনারপুর পরগণা জুড়ে শোকের ছায়াঁ নেমে এসেছে ।