মাধবপুর প্রতিনিধি : ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ উপলক্ষ্যে সিলেটস্থ হবিগঞ্জ সমিতির উদ্যোগে মাধবপুর উপজেলার বঙ্গবীর ওসমানী উচ্চ বিদ্যালয়ে শুক্রবার (০৭ এপ্রিল) দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প সম্পন্ন হয়েছে। এতে বিনামূল্যে ৬শ’ জন দুস্থ মানুষকে ফ্রি চিকিৎসাসেবা ও ঔষধ দেওয়া হয়।
সমিতির সহ-সহসভাপতি বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি অধ্যাপক ডা. এস.এম হাবিবউল্লাহ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন- সমিতির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম, সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শওকত হোসেন রিপন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যানেসথেশিওলজি ও পেইন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান এবং সমিতির সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. শাহওেয়াজ চৌধুরী, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আখলাক আহমেদ, হাড় জোড়া বিশেষজ্ঞ ডা. এম.এ লতিফ, ডা. আব্দুল কবির চৌধুরী, ডা. রায়হান চৌধুরী, ডা. আসাদ আহমদ খান, ডা. রুমান আহমদ, ডা. সুজেয় দাস শিমুল, হরষপুর বঙ্গবীর ওসমানী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ফারুক আহমদ, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মারুফ, সাংগঠনিক সম্পাদক গোলাম হামিদ বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুল মাবুদ মমশাদ, অর্থ সম্পাদক মো. আবু তাহের চৌধুরী, দপ্তর সম্পাদক স্বপন কুমার রায়, নির্বাহী সদস্য আব্দুল কুদ্দুছ এবং সুশান্ত কুমার দাস রিংকু প্রমুখ।