মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

বাহুবল অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলা অটো-টেম্পু অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন বাহুবল উপজেলা শাখা (রেজি: ১৯৭৯) নির্বাচন অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত মিরপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ভোট গ্রহন করা হয়।

সভাপতি পদে মো. জয়নাল আবেদীন (আনারস) প্রতিক নিয়ে পেয়েছেন ৫৬৭ ভোট। তার নিকটতম প্রতিদদ্বন্দী প্রার্থী নুরুল আমীন শাহজাহান (চেয়ার) প্রতিক নিয়ে পেয়েছেন ৩৫৫ ভোট। একই পদে অপর প্রার্থী হায়দার আলী শিকদার (ছাতা) প্রতিক নিয়ে পেয়েছেন ৬০ ভোট।

সহ সভাপতি পদে (দেয়াল ঘড়ি) প্রতিক নিয়ে প্রথম হয়েছেন জিতু মিয়া ৩৩৯ ভোট, দ্বিতীয় হয়েছেন শাহ আলম শাহীন (ফুটবল) প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ২৮৭ ভোট, তয় হয়েছেন জিতু মিয়া (দোয়াত কলম) প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ১৯৯ ভোট। পরাজিত অপর প্রার্থী ফুল মিয়া (মই) প্রতিক নিয়ে পেয়েছেন ১৪১ ভোট।

সাধারন সম্পাদক পদে (রিসকা) প্রতিক নিয়ে আব্দুল খালেক ৩৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী আব্দুজ জাহির (মোরগ) প্রতিক নিয়ে পেয়েছেন ৩২৩ ভোট। অপর প্রার্থী সেলিম মিয়া (হাতুড়ি) প্রতিক নিয়ে পেয়েছেন ১২৬ ভোট।

যুগ্ন সাধারন সম্পাদক পদে (টিউবওয়েল) প্রতিক নিয়ে ৩৫৯ ভোট পেয়ে প্রথম হয়েছেন শেখ আছিুর রহমান, তারেক আহম্মদ (বই) প্রতিক নিয়ে ৩৫২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। অপর প্রার্থী আব্দুল আলী (আম) প্রতিক নিয়ে পেয়েছেন ২৪০ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে ইউনুছ আলী (টেবিল) প্রতিক নিয়ে ৩৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী (গোলাফ ফুল) প্রতিক নিয়ে পেয়েছেন ৩১৮ ভোট। অপর প্রার্থী আব্দাল মিয়া (চশমা) প্রতিক নিয়ে পেয়েছেন ২৯৮ ভোট।

অর্থ সম্পাদক পদে (ঘোড়া) প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন বদরুল আলম, তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী আব্দুল কদ্দুছ (জগ) প্রতিক নিয়ে পেয়েছেন ৪৫০ ভোট।

সদস্য পদে প্রথম হয়েছেন (হাতি) প্রতিক নিয়ে জুবায়ের আহম্মদ ভোট সংখ্যা ১৭৮। দ্বিতীয় হয়েছেন (কাপ-প্লেইট) প্রতিক নিয়ে সুহেল মিয়া ভোট সংখ্যা ১৬৯, তয় হয়েছেন (গরুর গাড়ী) প্রতিক নিয়ে ফজলুর রহমান ভোট সংখ্যা ১৬৫, চতুর্থ হয়েছেন (ময়ূর) প্রতিক নিয়ে রাজু মিয়া ভোট সংখ্যঅ ১৩২, পঞ্চম হয়েছেন (মটরসাইকেল) প্রতিক নিয়ে ধন মিয়া ভোট সংখ্যা ১২২, ৬ষ্ট হয়েছেন (হাঁস) প্রতিক নিয়ে আব্দুর রউফ ভোট সংখ্যা ১১৩। অপর পরাজিত প্রার্থী (তোতা পাখি) প্রতিক নিয়ে তোতা মিয়া পেয়েছেন ৭৩ ভোট।

এর আগে বিনা প্রতিদ্বন্দীতায় প্রচার সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আক্কাছ আলী, দপ্তর সম্পাদক পদে জি.কে জমির আলী।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন শাহ মাজেদুর রহমান শিপু, সহকারী কমিশনার মোঃ জাবেদ অালী, মোঃ জনাব অালী এবং মোঃ ফরিদ অালী।

নির্বাচন পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের অাহবায়ক মোঃ নাজন মিয়া।

প্রি-জাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করবেন মিরপুর অালিফ- সোবহান সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোঃ অাব্দুল হাই ভুইয়া।

এছাড়াও ৪ জন সহকারী প্রি- জাইডিং অফিসার,৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করেন।

নির্বাচন সুস্টু করতে বাহুবল মডেল থানা পুলিশ নিরলস শ্রম দিয়েছে। উপ পরিদর্শক (এসআই) রুপু করের নেতৃত্বে একদল পুলিশ আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করেন।

নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার রাশেলুর রহমান, বাহুবল মডেল থানার ওসি মো. মিজানুর রহমান, লামাতাশি ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, মিরপুর ইউনিয়ন চেয়ারম্যান সাইফুদ্দিন লিয়াকত, শ্রমিক নেতা আসকার আলী, যুবলীগ নেতা তারা মিয়াসহ আরো অনেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!