নাসির উদ্দিন রিয়াজ(চুনারুঘাট থেকে)-হবিগঞ্জে চুনারুঘাট পৌরসভাধীন ৭ নং ওয়ার্ডে ডিসিপি হাইস্কুলের ঠিক পেছনে গুচ্ছগ্রাম সড়কে ভাঙ্গচুরার মধ্য দিয়ে বি.বাড়িয়া যাওয়ারত বালু বোঝাই দুটি গাড়ি এর একটি ধেবে যায় আরেকটি নষ্ট হয়ে সড়কে পড়ে আছে। এ সময় গাড়ির হেলাপার- ড্রাইবার সহযোগিতায় মেরামতে কাজ চলছে।
অতিরিক্ত বালু বোঝাই কারণে একদিকে সড়কের অসংখ্য ছোট-বড় গর্ত সৃষ্টি অন্যদিকে গাড়ি যন্ত্রপাতি খুলে পড়ছে এবং ছোট ছোট যানবাহণ চলাচলের ব্যাহত হচ্ছে পাশাপাশি পথচারিদেরও !
সরকার লাখ টাকার রাজস্বের জন্য হাজারো কোটি টাকার নির্মিত চুনারুঘাট উপজেলার ১০ টি ইউনিয়নের ছোট ছোট যানবাহণ চলাচলের তৈরিকৃত সড়কগুলো এখন ধ্বংশ দ্বারপ্রান্তে। ফলে ছোট-বড় গর্তে পড়ে অনেক সময় ছোটখাট দুর্ঘটনা ঘটছে। এদিকে নিয়মনীতি না মেনে চলছে বালুগাড়ি।