এম এস জিলানী আখনজী,চুনারুঘাট থেকে :হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির এলাকা-১১ এর পরিচালক পদে বুধবার চুনারুঘাটের আমুরোড হাইস্কুল এন্ড কলেজে নির্বাচন অনুষ্ঠিত হয়। সুশৃঙ্খল ও উৎসব মূখর পরিবেশে সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ভোটারগন তাদের ভোট প্রদান করেন।
নির্বাচনে চেয়ার মার্কা প্রতিকে ৩৮৮ ভোট পেয়ে সাজিদুর রহমান সাজ্জাদ হবিগন্জ পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাছ মার্কা প্রতিকে মো: হোসেন আলী মীর পান ৩০৭ ও আবু তাহের বাল্ব মার্কায় ২০৯ ভোট ।
নির্বাচন পরিদর্শন করেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমূল্য কুমার চৌধুরী, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, আমুরোড বাজার সভাপতি বীর-মুক্তিযোদ্ধা আ: রহমান আজাদ ও সাংবাদিকবৃন্দ প্রমূখ।