ছনি চৌধুরী,(হবিগঞ্জ)নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি এলাকায় মাল বুঝাই ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছে আহত হয়েছে ৩জন ।
বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে বানিয়াচং থেকে কাগাপাশা হয়ে একটি মোটরসাইকেল যোগে ৪জন মিলে নবীগঞ্জের ইমামবাড়ী বাজারে জনৈক্য ব্যক্তির বাড়ী ও পাশ্ববর্তী বানিয়াচং উপজেলার ঘুনই গ্রামে যাওয়ার উদ্যেশ্যে রওয়ানা দেয়।
এসময় হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের ইমামবাড়ির তিমিরপুর নামকস্থানে পৌঁছামাত্রই ট্রাক ও মোটর সাইকেলের মধ্য মুখোমুখি সংঘর্ষ হয় এসময় ঘটনাস্থলেই বানিয়াচং উপজেলার পশ্চিম বাগ গ্রামের জনৈক মইনুল ইসলাম (২৫) নামে যুবকের মৃত্যু হয় । এঘটনায় আহত হয়েছে একই এলাকার সাদেক মিয়া (২৪), হাফিজুর রহমান (২৫) ও মোটরসাইকেল চালক রাসেল আহমদ (২৬)।
আহতদের মধ্যে দুইজনকে আশংকজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ সময় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে প্রায় আধঘন্টা সময় যানচলাচল বন্ধ থাকে । এ সময় ট্রাক চালক পালিয়ে যায় । ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই পলাশ চন্দ্রের নেতৃত্ত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন এবং লাশ উদ্ধার করে ঘাতক ট্রাককে আটক করে থানায় নিয়ে যায়।