নিজস্ব প্রতিনিধি : সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর-এর বোন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষিকা সৈয়দা শাহেদা আক্তার (নার্গিস) ইন্তেকাল করেছেন (ইন্না… রাজিউন)।
বুধবার সকাল ১০ টায় ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তিনি বি-বাড়িয়ার নাসিরনগর উপজেলার গুনিয়াউক গ্রামের সাহেব বাড়ি মৃত সৈয়দ ওয়াব মিয়ার মেয়ে এবং তার শ্বশুর বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা আউশকান্দি ইউপি সুরাইক্কা গ্রামের সাহেব বাড়ির মৃত সৈয়দ মুজিবুর রহমানের স্ত্রী।
মৃত্যুকালে তিনি ১ মেয়ে ২ ছেলে বেলজিয়াম প্রবাসী, নাত-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে যান।
বুধবার মাগরিবের নামাজের পর প্রথম জানাযার নামাজ হবিগঞ্জ শহরে ও দ্বিতীয় জানাযা নামাজ রিচি সাহেব বাড়িতে অনুষ্ঠিত হবে এবং রিচি দরবার শরীফে দাফন করা হবে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দৈনিক শায়েস্তাগঞ্জ পরিবার।