যুক্তরাজ্য প্রতিনিধি : হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এমপি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরে গেছেন।
রবিবার (২ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ১১ টায় তিনি লন্ডনস্থ হিথ্রো বিমানবন্দরে পৌঁছেন।
সেখানে তাকে স্বাগত জানান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জহিরুল হক শাকিল, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুক্তরাজ্যস্থ হবিগঞ্জ ইয়ূথ এসোসিয়েশনের সভাপতি নূর উদ্দিন বুলবুল, বৃন্দাবন কলেজ এক্স স্টুডেন্টস এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক খয়ের জামান জাহাঙ্গীর, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান কবির, ইউকে যুবলীগের দপ্তর সম্পাদক অজিত লাল দাশ, এমপি আবু জাহিরের জামাতা খন্দকার মহিবুর রহমান, মেয়ে আরিফা আক্তার মুক্তি, ছেলে ইফাত জামিল। এ সময় তারা এমপি আবু জাহিরকে ফুলে দিয়ে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, রবিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন। এমপি আবু জাহির এর সাথে তার সহধর্মিনী আলেয়া আক্তারও রয়েছেন। যুক্তরাজ্যে দলীয় কয়েকটি সভা ও সংবর্ধনা ছাড়াও হবিগঞ্জের বিভিন্ন সংগঠনের একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। পরে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন। সেখানেও তিনি বিভিন্ন সভা সমাবেশসহ দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ে অংশ নেবেন।