নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : ‘‘স্বকীয়তা আত্মপ্রত্যয়ের পথে” এই স্লোগানকে সামনে রেখে নবীগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।
এ দিবস উপলক্ষে রবিবার সকালে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা ন্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আলোচনা সভায় যোগ দেয়।
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ পূন্যব্রত ধর এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ইফতেখার হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সলিল বরণ দাশ, ডাঃ এস এম মেহেদি হাসান, আব্দুল আহাদ সাদী, মা-মনি প্রতিনিধি রিয়াজ আহমেদ, বিজয় রায় প্রমুখ।
বক্তরা বিশ্ব অটিজম রোগের কোন চিকিৎসা নেই, সবার সচেতনতা অটিজম রোগিকে ভালো রাখতে পারে। তারা আরো বলেন, প্রধান মন্ত্রীর কণ্যা সায়মা ওয়াজেদ পুতুল অটিজম বিষয়ক অবদান রাখায় দক্ষিন পূর্ব এশিয়ায় চ্যাম্পিয়ন ঘোষনা করায় বিশ^ স্বাস্থ্য সংস্থাকে ধন্যবাদ জানান।