চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ আস্কারপুর কেন্দ্রীয় আলিমীয়া কল্যাণ সংস্থার চুনারুঘাট উপজেলার উত্তর আদমপুর শাখার উদ্যোগে রবিবার বাদ মাগরিব সংস্থার মাঠ প্রাঙ্গণে খতমে কোরআন, বিশেষ মিলাদ ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আস্কারপুর কেন্দ্রীয় আলিমীয়া কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও পীর কেবলা আলহাজ্ব হযরত শাহসুফী আলিম বক্স শাহ ওয়ার্ছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সংস্থার সেক্রেটারী আকদাছ হোসেন মিন্টু, ঢাকা মহানগর শাখার সভাপতি আলহাজ্ব শাহাবউদ্দিন খান সুরুজ, হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ কুহিনুর মিয়া, রাজবাড়ী জেলা শাখার সভাপতি নুরুল ইসলাম মন্ডল, নালমুখ শাখার সভাপতি আলহাজ্ব ছিদ্দিক আলী মেম্বার। এতে সভাপতিত্ব করবেন আলহাজ্ব রফিক মিয়া ওয়ার্ছি।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে পীর কেবলা লিখিত বই সমূহের উপর আলোচনা হবে। ওই দিন রাত ১২টা ১ মিনিটে আখেরী মোনাজাত পরিচালনা করবেন পীর কেবলা আলহাজ্ব হযরত শাহসুফী আলিম বক্স শাহ ওয়ার্ছি।