চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট থানায় জঙ্গি প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার বিকাল ৩টায় চুনারুঘাট থানা হলরুমে ওসি কে.এম আজমিরুজ্জামানের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) নূরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র।
হবিগঞ্জের মাটিতে কোন জঙ্গীর ঠাঁই হবে না, যে কোন মূল্যে জঙ্গীদেরকে প্রতিহত করা হবে। হবিগঞ্জের এসপি জয়দেব কুমার ভদ্র জঙ্গীবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, জঙ্গিবাদের ভয়াবহতা উল্লেখ করে জঙ্গিদের চেনার উপায়? কোথাও জঙ্গির সন্ধান পাওয়া গেলে করণীয় বিষয়ে আলোচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন, জেলা পরিষদ সদস্য ফরিদ আহমেদ তালুকদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এম.এস রাজু আহমেদ, সাবেক পিপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. আকবর হোসাইন জিতু, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী, ১নং গাজীপুর ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির খান, ২নং আহম্মদাবাদ ইউপি’র প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ, ৩নং দেওরগাছ ইউপি চেয়ারম্যান চৌধুরী শামছুন্নাহার, ৪নং পাইকপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামসুজ্জামান শামীম, ৫নং শানখলা ইউপি চেয়ারম্যান সবুজ তরফদার, ৭নং উবাহাটা ইউপি চেয়ারম্যান মোঃ রজব আলী, ৮নং সাটিয়াজুরী ইউপি চেয়ারম্যান আঃ রশিদ, ৯নং রানীগাঁও ইউপি চেয়ারম্যান নূরুল মোমিন চৌধুরী ফারুক, ১০নং মিরাশী ইউপি চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন, চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের, চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া, চুনারুঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাংবাদিক এস.এম সুলতান খান, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক মিয়া, সাংবাদিক ওয়াহিদুল ইসলাম জিতু, সাংবাদিক আজিজুল হক নাসির, মেম্বার সমিতির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক দুলাল ভূইয়া, আব্দুল আউয়াল মেম্বার, কেরামত আলী মেম্বার, কাউন্সিলর রহম আলী, কাউন্সিলর কুতুব আলী, ১০ ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যা ও পৌরসভার কাউন্সিলরবৃন্দ, চুনারুঘাট থানার এস.আই আতাউর রহমান, এস.আই জুলহাস, এস.আই সেলিম, এস.আই মুকিত, এ.এস.আই আলমাস, এ.এস.আই দেলোয়ার সহ ইউনিয়ন অফিসের দফাদারবৃন্দ উপস্থিত ছিলেন।