তোফাজ্জল হোসেন / অাবুল হাসান ফায়েজ : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার ৫০ মেগাওয়াট বিদ্যূৎ উৎপাদন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে বিদ্যূৎ উৎপাদন কেন্দ্রের প্ল্যান্ট পুড়ে গেছে।
শনিবার বিকেলে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মাধবপুর, শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার শাহজীবাজারে স্থাপিত ৫০ মেগাওয়াট বিদ্যূৎ উৎপাদন কেন্দ্র এনার্জি প্রিমায় শনিবার বিকেল ৪.৪৫ মিনিটের সময় ট্রান্সফরমান বিষ্কোরন হয়ে মূহুতের মধ্যে আগুন ছাড়িদিকে ছড়িয়ে পরে। এতে বিদ্যূৎ প্ল্যান্টের ব্যাপক ক্ষতি হয়। খবর পেয়ে মাধবপুর, শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন প্রায় ১ ঘন্টা ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
শাহজীবাজার ৫০ মেগাওয়াট বিদ্যূৎ উৎপাদন কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার হুমায়ুন কবিরের জানান, দুই একদিনের মধ্যে জাতীয় গ্রিডে সংযোগ দেওয়া সম্ভব হতে পারে। ২৫ এমবিএ ট্রাস্নরমান টি সম্পনূ পুড়ে যাওয়ায় ৪৮ মেঘাওয়াট বিদ্যূৎ সঞ্চালন লাইন বন্ধ রয়েছে।