হবিগঞ্জ প্রতিনিধি : স্বাধীনতার চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এবার জঙ্গী-সন্ত্রাস নির্মূলে আবারও মাঠে নামতে হবে একাত্তর রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের।
এমন একটি আহবানের মধ্য দিয়ে শুক্রবার সকালে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘স্বাধীনতা সম্মাননা’ শিরোনামে এই বীর যোদ্ধাদেরকে এক জাকজমকপূর্ণ সংবর্ধনা প্রদান করা হয়।
সংশ্লিষ্ট উপজেলঅ প্রশাসন আয়োজিত ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, টি, এম আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সর্ম্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, সংশ্লিস্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট কমান্ডার মোঃ আব্দুল হক প্রমুখ।
অনুষ্ঠানে জেলা শহর ও সদর উপজেলার অন্তভূক্ত মুক্তিযোদ্ধাদের হাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ হাসিনার ছবি সম্বলিত ক্রেস্ট তুলে দেয়া হয়।
সেই সাথে জঙ্গী তৎপরতা ও হামলার ক্ষেত্রে সিলেট বিভাগের মাঝে নানা কারনে হবিগঞ্জ সবচেয়ে বেশী ঝুকিপূর্ণ উল্লেখ করে প্রধান অতিথি এমপি জাহির, বিশেষ অতিথি ডিসি সাবিনা আলম ও এসপি জয়দেব সকল মুক্তিযোদ্ধা সহ সাধারন মানুষকে সর্তক থাকা,প্রয়োজনে একাত্তরের ন্যায় প্রতিরোধ এবং বাসা-বাড়ী ভাড়া দেয়ার ক্ষেত্রে বিশেষ যতœবান হবার পরামর্শ দেন।