মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ সারাদেশের ন্যায় বাহুবলের ডিএনআই মডেল হাই স্কুলের স্টুডেন্ট কেবিনেট নির্বাচন উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করে।
পরে ভোট গণনা শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। ফলাফলে দেখা যায়, ৬ষ্ঠ শ্রেণিতে থেকে মোঃ জিয়াউদ্দিন সাগর (৬৪০) ও মায়িশা সাবরিন (৫৬৬), ৭শ শ্রেণি থেকে মোঃ মাহমুদুল হাসান মাহফুজ (৫৭৭) ও মুসরাত জাহান তাসনিম (৫২৬), ৮শ শ্রেণি থেকে তাছনুবা পাপিয়া আখঞ্জী (৫৩৫), ৯ম শ্রেণি থেকে মিজানুল আবেদিন নয়ন (৪৩৯) এবং ১০ম শ্রেণি থেকে জুবায়ের আহমদ মাহী (৬১৫) ও অদিতি আচার্য্য শ্রাবণী (৫৯৮) নির্বাচত হয়েছে।
নির্বাচনে ১০ম শ্রেণীর ছাত্র মোঃ সাদীকুল আমীন প্রধান নির্বাচন কমিশনার ও ৮ম শ্রেণির ছাত্র ইফতেখার আহমদ ও ৯ম শ্রেণির ছাত্র স্নিগ্ধা তালুকদার নির্বাচন কশিনারের দায়িত্ব পালন করেন।