বাহুবল প্রতিনিধি: বাহুবল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হবিগঞ্জ-সিলেটের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকাল ৪টায় বাহুবল বাজারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বাহুবল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ডা. আবুল হোসেনের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা শামীনুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ আসকার আলী, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, উপজেলা যুবলীগ আহ্বায়ক অলিউর রহমান অলি, উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক মোঃ মোশাহিদ আলী, বাহুবল সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা. বেনু দেব, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাজী ফিরোজ মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা এম এ মজিদ তালুকদার ও আয়াত আলী।
উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া, সাবেক ডেপুটি কমান্ডার তৈয়ব খান, মুক্তিযোদ্ধা হাছন আলী, মফিল মিয়া, আব্দুল লতিফ, রাজা মিয়া, আবুল হোসেন, এনামুল হক, সিরাজুল ইসলাম, আব্দুল হান্নান, ইছহাক মিয়া, ইনছাব আলী মাস্টার, আইনুল্লাহ, শিক্ষক আবুল ফজল, মিলটন বিশ্বাস, বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল হক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ শামীম আহমেদ, যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, নবীগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক নিজামুল ইসলাম, উপজেলা যুবলীগ সদস্য সাইফুর রহমান জুয়েল, ফজলুর রহমান ফজল, ছাত্রলীগ নেতা আলাউদ্দিন ও ফেরদৌস আলম হৃদয় প্রমুখ।