বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ছাত্রদলের উদ্যোগে মিরপুর বাজারে এক বিক্ষোভ মিছিল ও পথসভা করা হয়।
বাহুবল উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক ফেরদৌস আহম্মদ চৌধুরী তুষারের নি:শ্বর্ত মুক্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল করা হয়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) বিকাল ৪টার দিকে মিছিলটি মিরপুর চৌমুহনী থেকে শুরু হয়ে মিরপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনীতে এসে পথ সভায় মিলিত হয়।
ছাত্রদল নেতা তোফায়েল আহমেদ রাসেলের সভাপতিত্বে উস্তার তালুকদারের পরিচালনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এখলাছুর রহমান, জুয়েল মিয়া, তাহির মিয়া, সুহেল সরকার, মনর খান, বাবলু সরকার, শামীম ওসমান, মোশাহিদ মিয়া, হেলাল মিয়া, সুমন চৌধুরী, আলমগীর খান, ছাইফুল ইসলাম, সাহেদুল ইসলাম, বিএনপির করামুক্ত নেতা তোতা মিয়া প্রমূখ।
বক্তারা বলেন, অবিলম্বে তুষার চৌধুরী মুক্তি দাবি জানানো সহ সকল নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।