চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৭ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল রবিবার চুনারুঘাট উপজেলা বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরার সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার বারীন্দ্র চন্দ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. মাহবুব আলী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, সাবেক পিপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. আকবর হোসাইন জিতু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ ছামাদ, চুনারুঘাট ওসি কে.এম আজমিরুজ্জামান, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আঃ গাফফার, মুক্তিযোদ্ধা আঃ মন্নান। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, চুনারুঘাট রিপোটার্স ইউনিটির সভাপতি সাংবাদিক নূরুল আমিন, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ফারুক মিয়া, সহ-সভাপতি মাসুক মিয়া মাষ্টার, সহ-সভাপতি আশরাফুল আলম দুদু, মুক্তিযোদ্ধা আঃ হক, এস.আই মুকিত চৌদুরী সহ শত শত মুক্তিযোদ্ধাগণ অংশগ্রহণ করেন।