মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ বাহুবলের বদ্ধভূমিতে মোমবাতি প্রজ্জলন করেছে বাহুবল উপজেলা প্রশাসন।
শনিবার সন্ধ্যায় এ কর্মসূচী পালন করা হয় উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফয়জাবাদ হিলস্স্থ বদ্ধভূমিতে। কর্মসূচীতে অংশগ্রহণ করেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাদিরা খানম, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মোঃ শফিউল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, যুব উন্নয়ন অফিসের ক্রেডিট সুপারভাইজার জহিরুল ইসলাম, সাংবাদিক সামিউল ইসলাম, মনিরুল ইসলাম শামিম, এসআই মফিদুল ইসলাম, এএসআই রুহুল আমীন, অফিস সহকারি রতন আচার্য্য, উপজেলা পরিষদের সিএ কনক দেব মিঠু, আশিকুর রহমান, জাহিদ, সুহেল, রিফাত, জেমি, ঝিমলী, হৃদী প্রমুখ।
কর্মসূচীর শুরুতে দেশাত্ববোধক গান ও মুক্তিযোদ্ধে শহীদদের সম্মানে এক মিনিট নিরবতা পালন করা হয়।