চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের উত্তর বড়জুষ গাউছিয়া সুন্নিয়া যুব সংঘের উদ্যোগে ১ দিন ব্যাপী ২য় বার্ষিক সুন্নী মহাসম্মেলন আগামী ২৭শে মার্চ ২০১৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সুন্নী মহাসম্মেলনে চুনারুঘাট আহলে সুন্নাতওয়াল জামাতের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার সভাপতিত্বে ও মাওঃ মাহবুবুর রহমান, ক্বারী আলাউদ্দিন ও শায়ের ক্বারী সেলিম মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সুন্নী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে বয়ান করবেন, হযরত মাওঃ আলহাজ্ব মুফতি গাজী ওয়াহিদুর রহমান রেজভী আল আবেদী, পাক পাঞ্জাতন দরবার শরীফ, কুমিল্লা। বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করবেন, মাওঃ মুফতি নেছার আহমদ আল-ক্বাদরী, প্রভাষক, বিবিয়ানা ডিগ্রি কলেজ, চট্টগ্রাম। প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন, মাওঃ মুফতি মুজিবুর রহমান খান আল-ক্বাদরী, খতিব হবিগঞ্জ কোর্ট মসজিদ, মাওঃ আনোয়ার হোসেন কাউছারি, আরভী প্রভাষক, শিঙ্গারহাট আলিয়া মাদ্রাসা, সিলেট। বিশেষ বক্তা হিসেবে বয়ান রাখবেন, মাওঃ মোহাম্মদ আলী সাহেব, মুহাদ্দিস ক্বারী, এলএলবি স্টার্ট, মাওঃ হাফেজ রফিকুল ইসলাম, খতিব একডালা জামে মসজিদ, মাওঃ আব্দুল আউয়াল সুমন, সাংগঠনিক সম্পাদক, ছাত্রসেনা, চুনারুঘাট, ক্বারী মীর আব্দুল হাই, ভোলারজুম।
উক্ত সুন্নী মহাসম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন, হাফেজ শামসুল ইসলাম যাকী, সেক্রেটারী, উত্তর বড়জুষ গাউছিয়া সুন্নীয়া যুব সংঘ। উক্ত সুন্নী মহাসম্মেলনে অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত থাকবেন, মোঃ আবু তাহের, উপজেলা চেয়ারম্যান চুনারুঘাট, ব্যারিষ্টার সায়েদুল হক সুমন, পাবলিক প্রসিকিউটর, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল, আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা ভাইস চেয়ারম্যান, চুনারুঘাট, ফরিদ তালুকদার, সদস্য, হবিগঞ্জ জেলা পরিষদ, মাসুক মিয়া মাষ্টার, সাধারণ সম্পাদক, মাদ্রাসা টিচার্স এসোসিয়েশন চুনারুঘাট উপজেলা শাখা, মোস্তাফিজুর রহমান রিপন, সাবেক সভাপতি ছাত্রলীগ চুনারুঘাট উপজেলা শাখা, সাইফুল আলম রুবেল, সাবেক সাধারণ সম্পাদক ছাত্রলীগ চুনারুঘাট উপজেলা শাখা, সারোয়ার আলম আজাদ সাহেব, সাংগঠনিক সম্পাদক, যুবলীগ চুনারুঘাট উপজেলা শাখা, সাংবাদিক ফারুক মাহমুদ, প্রচার সম্পাদক, যুবলীগ চুনারুঘাট উপজেলা শাখা, সাংবাদিক ফারুক মিয়া, সাধারণ সম্পাদক, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাব, আঃ রউফ উস্তার মিয়া মেম্বার ৬নং ওয়ার্ড, আব্দুল হাই, সাবেক মেম্বার, আব্দুল হাই মাষ্টার, বড়জুষ, আমির হোসেন মাষ্টার, বড়জুষ প্রাইমারী স্কুল, রাইসুল ইসলাম রুবেল, ক্যাশ অফিসার, পূবালী ব্যাংক, গজনাইপুর শাখা, নবীগঞ্জ। এছাড়া আরও বহু ওলামায়ে কেরামগণ উপস্থিত থাকিয়া ওয়াজ ফরমাইবেন আপনারা দলে দলে যোগদান করিয়া দুজাহানের অশেষ ছোয়াব হাসিল করুন। দাওয়াতক্রমে- উত্তর বড়জুষ গাউছিয়া সুন্নীয়া যুব সংঘ কমিটি।