রাকিল হোসেন নবীগঞ্জ(হবিগঞ্জ)সংবাদদাতা: জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও জাতীয় পার্টি’র চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্ঠা আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি বলেছেন-জাতীয় পার্টি আগামী নির্বাচনে একক ভাবে অংশ গ্রহন করবে।
আর জাতীয় পার্টি ছাড়া আগামীতে কেউ রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না। নির্বাচনে পূর্বে জাতীয় পার্টির সুসংগঠিত করতে হলে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপিসহ বিভিন্ন দলের দুইশতাধিক নেতাকর্মীদের যোগদান অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন-জাতীয় পার্টির রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে এদেশে যে উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের সুফল এখনও দেশে মানুষ ভোগ করছেন। আমরাও পল্লীবন্ধু এরশাদের নেতৃত্বে দেশে উন্নয়নে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন-নবীগঞ্জ-বাহুবল আসনে এম এ মুনিম চৌধুরী বাবু এমপি নির্বাচিত যে উন্নয়ন করেছেন, আমার মনে হয় আর কোন এমপি সেই উন্নয়ন করতে পারেননি। তাই মুনিম চৌধুরী বাবুকে আগামী নির্বাচনে আবারও লাঙ্গল মার্কা ভোট দিয়ে নির্বাচিত করার জন্য তিনি নবীগঞ্জ-বাহুবলবাসীর প্রতি আহ্বান জানান। বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ হায়দর মিয়ার সভাপতিত্বে উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক এমএম স্বপন চৌধুরীর পরিচালনায় যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমপি এমএম মুনিম চৌধুরী বাবু।
বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন-পল্লীবন্ধু এরশাদের রাজনৈতিক নীতি আদর্শ ও সকরারের আন্তরিক সহযোগীতায় আমি এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। ইতো-মধ্যে আমার নির্বাচনীয় এলাকার ব্রীজ, কালভাট, রাস্তা নির্মাণ করেছি। গ্রামে গ্রামে বিদ্যুতের আলো পৌছে দিচ্ছি। পাশপাশি জাতীয় পার্টিকে সুসংগঠনিক করে তুলছি। আজকের যোগদান এই প্রমাণ। তিনি বলেন-আমি সকলের সহযোগীতা নিয়ে নবীগঞ্জ-বাহুবলকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য আমি সকলের সহযোগীতা কামনা করি। যোগদানকারীরা বলেন-এমপি মুনিম চৌধুরী বাবু নির্বাচিত হওয়ার পর থেকে তিনি আন্তরিক ভাবে এলাকার উন্নয়নের কাজ করে যাচ্ছে। তাই আমরা পল্লীবন্ধু এরশাদও উনার নীতি আদর্শে বিশ্বাসী হয়ে জাতীয় পার্টিতে যোগদান করছি।
যোগদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ শাহাব উদ্দিন, সিলেট জেলা জাপার যুগ্ম আহ্বায়ক আব্দুস শহীদ লস্কর বশির, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী এমএ মুমিন চৌধুরী বুলবুল, হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি প্রফেসার আবিদুর রহমান, জেলা জাপা নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা যুবসংহতির সভাপতি কাজল আহমেদ, যুবসংহতির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শিবলী খায়ের, নবীগঞ্জ উপজেলা জাপা সভাপতি শাহ আবুল খায়ের, আজমিরীগঞ্জ উপজেলা সভাপতি একেএম আতাউর রব চৌধরী মসনু, নবীগঞ্জ উপজেলা জাপার যুগ্ম সদস্য সচিব এমরান মিয়া, যুক্তরাষ্ট্র প্রবাসী জাপা নেতা এবাদুর রহমান, সফিক মিয়া, মাকাদ্দিছ মিয়া, আমেরিকা প্রবাসী শাহীন মিয়া, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নেতা এমএ মতিন চৌধুরী, জেলা যুবসংহতির যুগ্ম সাধারণ সারোয়ার সিকদার, সাংগঠনিক সম্পাদক ফুল মিয়া পাঠান, জেলা জাপা নেতা নুরুল হক তুহিন, নবীগঞ্জ উপজেলা যুবসংহতির যুগ্ম আহ্বায়ক মোজাহিদুল ইসলাম শাহীন, যুবনেতা আব্দুল কাহার, সাইফুল ইসলাম, শামীম আহমেদ, উপজেলা ছাত্র সমাজের সদস্য সচিব নিয়ামুল হক অপু প্রমূখ। এর আগে হাতি, ঘোড়া, শতাধিক মোটর সাইকেলের শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানস্থলে এমপি সেলিম উদ্দিন ও এমএমুনিম চৌধুরী বাবুকে নিয়ে আসা হয়।
অনুষ্ঠানে বিশিষ্ঠ ব্যবসায়ী বিএনপি নেতা আলহাজ্ব মোঃ হায়দর মিয়াসহ সদর ইউনিয়ন, কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের বিভিন্ন দলের দুইশতাধিক নেতাকর্মীরা পৃথক ভাবে প্রধান ও বিশেষ অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।