বাহুবল প্রতিনিধি ॥ আমি ওসি মনিরুজ্জামান। আপনাদের বাহুবল মডেল থানার ওসি। আমি এসেছি আপনাদের গ্রামে জুয়ার আসর বসে এ সংবাদ পেয়ে। আমি চাই এ গ্রাম থেকে চিরতরে জুয়ার আসর বন্ধ করতে। তবে এ কাজে সফল হতে হলে আমার একার পক্ষে তা সম্ভব নয়। এতে আপনাদের সর্বাত্ত্বক সহযোগিতা লাগবে। কখন, কোন স্থানে জুয়ার আসর বসে সেটি আমাকে জানাতে হবে। দরকার হলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীকে নিয়ে আপনারা একদিকে ঘেরাও করবেন সাথে সাথে আমাকে ফোন দিয়ে জানাবেন আমিও তাৎক্ষনিক ফোর্স নিয়ে অন্যদিকে ঘেরাও করে তাদের গ্রেফতার করব। দু’একজনকে গ্রেফতার করতে পারলে এ গ্রামে জুয়ার আসর আর বসবে না। এছাড়াও মদ, গাজা খাওয়ার প্রবনতা কমাতে হবে। যারা নেশায় আসক্ত তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমি ওসি মনিরুজ্জামান সরকারি চাকুরির সুবাধে এখানে কাজ করতে এসেছি। আমি যদি এগুলো নিয়ে না কাজ করি তাহলেও সরকার আমাকে বেতন দেবে, আটকাবে না। কিন্তু আমি এগুলো নিয়ে কাজ না করলে আপনারা শান্তিতে থাকতে পারবেন না। প্রতিদিন আপনাদের ছেলেরা জুয়ার আসরে গিয়ে পকেট খালি করে ঘরে ফিরবে আর অন্যরা পকেট ভারী করবে। যখন আপনার ছেলের পকেট খালি হবে, হাতে টাকা থাকবে না তখন পরিবারের সকলের সাথে দূর্বব্যহার সহ চুরি-ডাকাতিতে জড়িয়ে পরবে। আমি বাহুবল থানায় যোগদান করে দেখতে পেলাম বিভিন্ন গ্রামে ওরসের নামে গানের আসর বসিয়ে মহিলাদের দিয়ে অশ্লিল নৃত্য প্রদর্শন করা হচ্ছে। যাহা ইসলাম পরিপন্থী। আমি ওরসের নামে এ গান-বাজনা বন্ধ করে দিয়েছি। একাধিক ওরস থেকে মাইক ও সাউন্ড সিস্টেম খুলে নিয়ে এসেছি। এখন আর বাহুবলের কোথাও গান-বাজনার আসর বসে না। আসুন আজ থেকে আমরা জুয়ার আসরসহ সকল অনৈসলামিক কাজ বন্ধ করতে ওয়াদাবদ্ধ হই। আজ শুক্রবার বাহুবল উপজেলার কসবাকরিপুর জামে মসজিদে জুম্মার নামাজ পড়তে গিয়ে তিনি বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পরে নামাজ শেষে পূর্ব ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কসবাকরিমপুর জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমানের বাড়ীতে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে আরও ছিলেন বাহুবল উপজেলা যুবলীগের আহ্বায়ক অলিউর রহমান অলি, সেকেন্ড ওসি কাজী জিয়াউর রহমান, সাংবাদিক মনিরুল ইসলাম শামিম।