প্রেস বিজ্ঞপ্তি: কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র কটূক্তির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে বাহুবল উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের আহ্বায়ক অলিউর রহমান অলি’র নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় বের হওয়া মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে। পরে উপজেলা যুবলীগের আহ্বায়ক অলিউর রহমান অলি’র সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোশাহিদ মিয়ার পরিচালনায় পথসভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ আহমেদ আওলাদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফরিদ মিয়া তালুকদার, আওয়ামীলীগ সদস্য বীরমুক্তিযোদ্ধা মহফিল মিয়া তালুকদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইউনুফ আলী, সদস্য আব্দুল কাইয়ূম, আব্দুল আউয়াল মিন্টু, মোজাহিদ মিয়া, সানোয়ার আব্দাল, শহীদ মিয়া, শামীম আহমেদ, জামাল হোসেন আলাল, ফজলুর রহমান ফজল, গিয়াস উদ্দিন, আব্দুল হাই, আব্দুল্লাহ আল জাকারিয়া ইতার, সাইফুর রহমান জুয়েল, পারভেজ মোশাররফ, আব্দুল মতিন, আলাউদ্দিন, স্নানঘাট ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলী আমিনী, সাধারণ সম্পাদক মনির খান, পুটিজুরী ইউনিয়ন সভাপতি ফজলে এলাহী লুলু, ভারপ্রাপ্ত সম্পাদক তোহেল, সাতকাপন ইউনিয়ন সভাপতি আব্দুল মজিদ শেখ, সাধারণ সম্পাদক শফিক মিয়া, বাহুবল সদর ইউনিয়ন সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল মন্নান, মিরপুর ইউনিয়ন সভাপতি নাজন মিয়া, সাধারণ সম্পাদক ফরিদ মিয়া ও ভাদেশ্বর ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হারুন মিয়া প্রমুখ।