নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হিসাবে সাংবাদিক এম,এ আহমদ আজাদকে উপজেলা আইন শৃংখলা কমিটির নতুন সদস্য হিসাবে অর্ন্তভুক্তির জন্য গতকাল রবিবার সকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন।
সকালে উপজেলা নির্বাহী অফিসারের সার্টিফিকেট সহকারী বাবু বিপুল চন্দ্র চক্রবর্তী নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতির কাছে চিঠি হস্তান্তর করেন।
নবীগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির সভাপতি ইউএনও তাজিনা সারোয়ার স্বাক্ষরিত চিঠিতে মার্চ মাসের আইন শৃংখলা কমিটির সভায় যোগদানের জন্য বলা হয়। এই চিঠির প্রেক্ষিতে গতকাল সোমাবার সকালে উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম,এ আহমদ আজাদ যোগদান করেন।
উক্ত সভায় কমিটির সভাপতি, উপদেষ্টা মন্ডলী ও সদস্যরা প্রেসক্লাব সভাপতিকে স্বাগত জানান। এ সময় নবীগঞ্জ প্রেসক্লাবের পক্ষে কৃতজ্ঞতা প্রক্শা করে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী ও বর্তমান সভাপতি এম,এ আহমদ আজাদ।