বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে এক মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নূর-এ আলম এ কারাদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত সেকুল ইসলাম (৩০) উপজেলা সদরের ত্রিকর মহল্লা গ্রামের মৃত গিয়াস উদ্দিন মিয়ার পুত্র।
জানা যায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে সেকুল বড়বাজারে প্রকাশ্যে মদপান করে মাতলামী করার সময় বানিয়াচং থানার অপারেশন অফিসার এসআই ওমর ফারুক মোড়ল, এএসআই জালাল উদ্দিন, এএসআই হারুন অর রশিদসহ একদল পুলিশ তাকে গ্রেফতার করে।