মোঃ আব্দুল হক রেনুঃ শায়েস্তাগঞ্জ থেকে : গতকাল রবিবার সকাল ১১ টায় হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ হাসান এর নেতৃত্বে বিজিবির সদস্যদের নিয়ে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় শায়েস্তাগঞ্জে মিস্টির থালায় মাছি বসায় খাবারে অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়ায় আল সোহাগ হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।