মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে: “আইলায় রে নয়া দামান, আসমানেরও তেরা/ বিছানা বিছাইয়া দিমু, সাইল ধানের নেড়া/ দামান বও, দামান বও।” জনপ্রিয় এ বিয়ের গানের সাথে স্কুলড্রেস পড়া ৭/৮ শিশুর ‘ধামাইল’ গ্রাম বাংলার হারিয়ে যাওয়া চিরায়ত বিয়ে বাড়ির কথা মনে করিয়ে দিল।
রোববার চুনারুঘাটের রানীগাঁও-এ প্রতিষ্ঠিত ‘গ্রীণল্যান্ড পার্ক’ চত্তরে জমে ছিল এ আসর। আসরটির আয়োজক বাহুবল উপজেলার পশ্চিম ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওইদিন এ পার্কে শিক্ষাসফরে এসেছিল। প্রাকৃতিক ও কৃত্তিম সৌন্দর্য উপভোগ শেষে সফরকারীরা বিনোদন ও প্রতিযোগিতমূলক অনুষ্ঠানে মিলিত হয়।
ধামাইল, বিয়ের গীত এবং স্কীপিং, মোরগ লড়াই ও জল-ডাঙ্গা প্রতিযোগিতায় সাজানো আসর এ বিদ্যালয়ের শিক্ষাসফরে আসা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবককে যেমন মুগ্ধ করেছে, তেমনি পার্কে আসা অন্যান্য ভ্রমণ পিপাষুদেরও সমান বিনোদন দিয়েছে। আসর শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পশ্চিম ভাদেশ্বর সরকরি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফরে অন্যান্যের মাঝে অংশগ্রহণ করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল ওয়াহেদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হোসেন আলী (মায়া), সহ-সভাপতি আব্দুল আলী বাচ্চু, দাতা সদস্য মিলন আহমেদ, প্রধান শিক্ষক সমরেশ ভট্টাচার্য্য, সহকারী শিক্ষক আব্দুল হক, শান্তনা রানী দেব ও আরজু মিয়া, অভিভাবক জাহেদ মিয়া, ফারুক আহমেদ, আব্দুল হাই, আম্বিয়া খাতুন, বেগম আক্তার ও রোকেয়া খাতুন প্রমুখ।