প্রেস বিজ্ঞপ্তি ॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আমন্ত্রণে বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুল হাই ইউরোপের দেশ নেদারল্যান্ড ও বেলজিয়াম সফরে গেছেন।
গত শনিবার দিনগত রাত ১২টা ৪৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে নেদারল্যান্ডের উদ্দশ্যে যাত্রা করেছেন।
সফরকালে তিনি “ট্রেনিং কাম স্টাডি ট্যুর” এর আওতায় নেদারল্যান্ড ও বেলজিয়ামে বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করবেন। তাকে ইউরোপ সফরের জন্য নির্বাচিত করায় গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের প্রতি তিনি মুজিবীয় অভিনন্দন জ্ঞাপন করেন।
সময় স্বল্পতার কারণে তিনি জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত সকল স্তরের কর্মকর্তা/কর্মচারী, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ আপাময় জনসাধারণের সাথে সাক্ষাৎ করতে পারেননি বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। সফরটি যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করে বাহুবলের সামগ্রিক উন্নয়নকে আরো ত্বরান্বিত করতে পারেন এ জন্য তিনি বাহুবল উপজেলা সর্বস্তরের জনগণের নিকট দোয়া ও আর্শিবাদ প্রার্থনা করেন।