আজিজুল হক নাসিরঃ “বিদ্যুতের আলোয় আলোকিত হয় নির্দিষ্ট স্থান শিক্ষার আলোয় আলোকিত হয় সমাজ-দেশ ও জাতি” বলেছেন, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবু তাহের।
১৭ মার্চ শুক্রবার বেলা ৩টায় চুনারুঘাট উপজেলার পূর্ব রাণীকোট গ্রামের এক কিলোমিটার বিদ্যুতায়ন উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বিদ্যুতের উন্নয়ন অপরিহার্য।
তাই বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার অঙ্গিকার করেছে। চুনারুঘাট উপজেলায় যার বাস্তবায়ন হবে ২০১৮ সালের মধ্যেই।এই বিদ্যুতের আলোকে কাজে লাগিয়ে নিজ সন্তান ও স্বজনদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারলে সুন্দর সমাজ জাতিকে উন্নত করে গড়ে তোলা সম্ভব।
তিনি উপস্থিত জনতার মধ্য থেকে উদাহরণ দিয়ে শিক্ষিত পরিবারের চাইতে যে অশিক্ষিত পরিবার গুলো পিছিয়ে তার প্রমাণ করেন। তাছাড়া পূর্ব রাণীকোটের কাঁচা রাস্তাকে চলতি অর্থ বছরেই ইট সলিং ও স্থানীয় ঈদগাহ সংস্কারের জন্য তিন লক্ষ টাকার অনুদান দেওয়ার ঘোষণাও দেন তিনি।
গ্রামের বিশিষ্ট ও বয়োজৈষ্ঠ মুরুব্বি মো আবুল হাসিমের সভাপতিত্বে ও মাস্টার মতিউর রহমানের সঞ্চালিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি চুনারুঘাট এর এজিএম ইন্জিনিয়ার মনিরুজ্জামান, পল্লী বিদ্যুৎ সমিতি হবিগঞ্জ ১১ নং এলাকার পরিচালক আবু তাহের, হপবিস, মো সোহেল মিয়া হপবিস,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক নুরুল আমিন, সমাজ সেবক মাসুক ভূঁইয়া প্রমূখ।
সকল বক্তারাই গ্রামের বিদ্যুতায়নে অক্লান্ত পরিশ্রম করায় মাসুক ভূঁইয়ার প্রশংসা করেন।