বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবলের পুটিজুরীতে ট্রাকের চাকা চুরির ঘটনায় জনতা ৪ ব্যক্তিকে পুলিশে দিয়েছে। আটককৃত ব্যক্তিদের তথ্য মতে পুলিশ চোরাই চাকাগুলো উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, পুটিজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুদ্দত আলীর মালিকানাধীন মেসার্স সোনার বাংলা বাণিজ্যিক সংস্থার ড্রাম ট্রাকের ৪টি চাকা খুলে নিয়ে যায় দূর্বৃত্তরা।
এ অবস্থায় স্থানীয় লোকজন সন্ধেহভাজনভাবে বাহুবল উপজেলার মন্ডলকাপন গ্রামের মৃত ঠান্ডা মিয়ার ছেলে আর্শ্বদ আলী (৩০), চক মন্ডলকাপন গ্রামের মৃত নিধন উল্লার ছেলে নূর ইসলাম (২৫), নোয়াপাড়া গ্রামের মৃত আলতা মিয়ার ছেলে কাজল মিয়া (৩২) ও যাদবপুর গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে এখলাছ মিয়া (২৮) কে আটক করে বৃহস্পতিবার রাতে বাহুবল থানা পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে আটককৃত চারজন সহ ৫ জনের বিরুদ্ধে সোনার বাংলার বাণিজ্যিক সংস্থার ম্যানেজার আরজু মিয়া বাদী হয়ে মামলা করেন।
এদিকে আটককৃতদের দেয়া তথ্য মতে শুক্রবার রাত ১০টার সময় বাহুবল মডেল থানার ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে তদন্ত ওসি বিশ্বজিত দেব ও মামলার তদন্ত অফিসার গৌরাঙ্গ বসুরসহ একদল পুলিশ অভিযান চালিয়ে পুটিজুরীস্থ কাদির লন্ডনীর মালিকাধীন মোশাহিদ ভিলা থেকে উল্লেখিত ড্রাম ট্রাকের চাকাসহ ঢাকা মেট্টো-ড-১১-৫০৩২ ট্রাকটি উদ্ধার করেন।