“আমি”
ইউনুছ আকমাল
***************************
আমি এক নিভৃতচারী
অহংকারহীন মানুষ,
বেশি কিছু চাওয়া নেই
অল্পতেই যে দিল খোঁশ।
আত্ম অহমিকা নেই আমার
নেই কোন বংশ গৌরব,
সবার সাথে উঠ-বস
উচু-নীচু না ভেবে,করে যাই ভাব।
আত্ম অহমিকায় ভোগে যারা
চলি তাদের এড়িয়ে,
আমার মত আমি চলি
থাকব না আর পিছিয়ে।
তাই লিখে যাব আমি
যা দেখব চোখে,
ভয় করি না কাউকে
লিখেই যাব,সাহস নিয়ে বুকে।
যে যাই বলুক,কুঁচ পরোয়া নেহি!
আমি থাকব আমার মত,
চলব আমি সৎ পথে
লিখব যে ভাই অবিরত।।