দুরন্ত “T-20 গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্ট ২০১৬-১৭এর ফাইনাল খেলা অনুস্টিত হবে। উক্ত খেলায় অংশ গ্রহণ করবে চুনারুঘাট দুরন্ত ক্রিকেট একাডেমি বনাম ব্রাদার্স স্পোর্টিং ক্লাব কাচুয়া।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুনারুঘাট-মাধবপুর ৪ আসনের মাননীয় এমপি এডভোকেট মাহবোব আলী।
উক্ত খেলাটি অনুষ্টিত হবে চুনারুঘাট ডি সি পি স্টেডিয়ামে।
গত ১৪-০৩-২০১৭ রোজ মঙ্গলবার টুর্নামেন্টের ট্রপি উন্মোচণ করেন দুই দলের অধিনায়ক।