নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নব-নির্মিত একাডেমিক (জ্যোৎস্না-ললিত)ভবন উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে তৃণমূল লোকজনকে সাথে নিয়ে এমপি এডভোকেট মোঃ আবু জাহির এমপি এ ভবন উদ্বোধন করেন।
পরে জেলা পরিষদের নির্বাচিত সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, আব্দুল মুকিত, আলেয়া বেগমকে স্কুলের পক্ষ থেকে ক্রেস্ট উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সেই সাথে এ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীয় অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ উপলক্ষে স্কুল প্রাঙ্গণে প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক জালাল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি আবু জাহির বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার শিক্ষার মানকে আরও এগিয়ে নিতে শিক্ষা প্রতিষ্ঠানে বরাদ্দ দিয়ে নতুন নতুন ভবন করে দিচ্ছে। সেই সাথে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণসহ উপবৃত্তি প্রদান করছে।
তিনি বলেন, শিক্ষার্থীদেরকে নিয়মিত স্কুলে এসে পাঠ শ্রবণ করতে হবে। গ্রহণ করতে হবে সু-শিক্ষা। মাবনকল্যাণে নিজেকে নিবেদিত হতে হবে। তিনি বলেন, এ শিক্ষা প্রতিষ্ঠানে ইতিপূর্বেও বরাদ্দ দিয়ে নতুন ভবন করে দিয়েছি। এর ধারাবাহিকতায় এবার তিনতলা ভবনের উদ্বোধন করলাম।
তিনি বলেন, অপেক্ষা করুন। অচিরেই এ নারী শিক্ষা প্রতিষ্ঠানকে কলেজে রূপ দেওয়া হবে। সেই সাথে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
এ সভায় বিশেষ অতিথি ছিলেন, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া। সংবর্ধিত অতিথি’র বক্তব্য রাখেন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, আব্দুল মুকিত, আলেয়া বেগম, পৌর কাউন্সিলর আছমা আব্দুল্লাহ, স্কুল পরিচালনা কমিটির সদস্য মুজিবুর রহমান মারাজ মেম্বার, সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহ আল-মামুন, শিক্ষক প্রতিনিধি মীর এখলাছুর রহমান, শিক্ষক আলী হায়দার সেলিম, হালিমা খাতুন, জয়া রাণী রায়, মোঃ শোয়েব, সাজ্জাদুর রহমান, হেলেনা আক্তার প্রমুখ।
এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক, শিক্ষার্থী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।