নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের দৌলতপুর প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীর সাথে যৌন হয়রানির দায়ে লম্পট কাউছার মিয়া (২২) নামের এক লম্পটকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যামন আদালত।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কালিয়ারভাঙ্গা গ্রামের নিজাম উদ্দিনের লম্পট পুত্র কাউছার তার আপন শালীর সাথে স্কুলে আসার পথে প্রথমে রাস্তায় যৌন হয়রানি করে।
পরে ওই ছাত্রীকে লম্পট কাউছার একটি সিএনজি অটোরিক্সায় করে জোর পুর্বক তুলে নিয়ে যাওয়ার পথে তার আর্ত চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ওই লম্পটকে ছাত্রীসহ আটক করেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ লম্পটকে গ্রেফতার করে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি’র) ভ্রাম্যমান আদালতের বিচারক জীতেন্দ্র কুমার নাথ’র আদালতে হাজির করা হলে স্বাক্ষী ও আসামীর স্বীকারোক্তি মোতাবেক কাউছারকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।