চুনারুঘাট থেকে সংবাদদাতা : শনিবার দুপুরে চুনারুঘাট উপজেলার রামশ্রী সৈয়দ শামছুর রহমান উচ্চ বিদ্যালয়ে উপজেলা চেয়ারম্যান আবু তাহেরকে সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী প্রদীপ কান্তি রায়, বৃন্দাবন কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ইলিয়াছ বখ্ত চৌধুরী জালাল, মৌলভীবাজার জেলা পরিষদের সহকারি প্রকৌশলী সৈয়দ নকীবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা সৈয়দ মাহমুদুর রহমান। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শায়েস্তাগঞ্জ দেশ থিয়েটারের শিল্পীবৃন্দ গান ও নাটক পরিবেশন করেন। কৌতুক পরিবেশন করেন চ্যানেল এস-এর সিরাজুল ইসলাম জীবন।