নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকে সংবাদদাতা:নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ীর পুলিশ ৪বছরের পলাতক আসামী মশাহিদ মিয়া ৩৫কে গেস্খফতার করেছে।
সে উপজেলার দীঘলবাক ইউনিয়নের হোসেন পুর গ্রামের তাজ উল্লার ছেলে। সকালে ইনাতগঞ্জ ফাঁড়ীর এসআই ধর্মজিৎ সিনহা এক দল পুলিশ নিয়ে বিবিয়ানা পাওয়ার প্লান্ট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এসআই ধর্মজিৎ সিনহা।