হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের বড় বহুলা থেকে বিপুল পরিমাণ বিদেশী মদ, ফেনসিডিল, ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী তাহির মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার ওসি নাজিম উদ্দিন, এসআই ইন্দ্রনীল ভট্টাচার্য্য ও ইকবাল বাহারের নেতৃত্বে একদল পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় পুলিশ তার শরীর তল্লাসী করে ১৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তার পুকুর পাড় থেকে বিদেশী মদ ও ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। মাদক ব্যবসায়ী তাহির মিয়া জানান, ইয়াবা ট্যাবলেট সাদাটি প্রতি পিস ৪শ’ টাকা ও সবুজটি প্রতি পিস দেড়শ’ টাকা দরে বিক্রি করেন এবং বিদেশী মদ ১ হাজার ৬শ’ টাকা দামে বিক্রি করেন।
সূত্র জানায়, ১৬ দিন আগে একটি মাদক মামলায় জামিন লাভ করে মাদক ব্যবসায়ী তাহির মিয়া। এরপর আবারও এলাকায় মাদক ব্যবসা শুরু করে। সে বহুলা ২নং পুল এলাকার বাসিন্দা মৃত ইউসুফ আলীর পুত্র।