প্রেস বিজ্ঞপ্তি : হবিগঞ্জের ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক জ্যোৎস্না– ললিত) ভবন উদ্বোধন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান আগামী ১১ মার্চ ২০১৭ ইং শনিবার সকাল ১১ টায় স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন হবিগঞ্জ ০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৮ নং শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া সংবর্ধিত অতিথি হিসেবে জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, মোঃ আব্দুল মুকিত আলেয়া বেগম উক্ত অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিুদর রহমান।