নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রলীগ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় ৭ ঘটিকায় স্থানীয় প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রলীগের আহ্বায়ক মোঃ মাসুক আহমেদের সভাপত্বিতে এবং পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা তৌহিদ, যুগ্ম আহ্বায়ক প্রসঞ্জিত দেব ও সাবাজ আহমেদের পরিচালনায়, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র জনাব মোঃ ছালেক মিয়া ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল-রিয়াদ, এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জীবন, ইমদাদুল হক শিতল, রায়হান আহমেদ, পৌর ছাত্রলীগের সদস্যঃ জুনায়েদ, বিজয়।শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান বিলাল, সাইফুল ইসলাম সোহাগ, তুষার, সোয়েব, জীবন, লিটন প্রমুখ।