নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ থানার পুলিশ ৪লিটার চোলাই মদসহ উপজেলার পুরুসুতুমপুর গ্রামের রাজা মিয়া (৫৫)কে গ্রেফতার করেছে। সে ওই গ্রামের সুরুজ আলীর পুত্র।
সোমবার রাত ১০টার সময় নবীগঞ্জ থানার ওসি এম এম আতাউর রহমান একদল পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন।
নবীগঞ্জ থানার ওসি এম এম আতাউর রহমান জানান,গ্রেফতারকৃত সুরুজ আলী মদ বিক্রয় এবং সেবনকারী তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের হয়েছে।