নবীগঞ্জের পিরিজপুরে বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন
এমপি মুনিম চৌধুরী বাবু
নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের পিরিজপুর গ্রামে গতকাল সন্ধায় পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে সুইচটিপে বিদ্যুতায়ন উদ্বোধন করেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম. এ মুনিম চৌধুরী বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালিক। ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম ও যুবলীগ নেতা জামাল আহমদের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, পল্লী বিদ্যুত নবীগঞ্জ জোনের ডিজিএম ভজন কুমার বর্মণ, এলাকা পরিচালক শফিউল আলম হেলাল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, পিরিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহঃ শিক্ষক মন্তাজ উদ্দিন। এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার এসআই নুর মোহাম্মদ।
জাকজমক পরিবেশে বিদ্যুতায়ন উদ্বোধনী অনুষ্ঠানে শত শত মানুষের সমগম ঘটে।