শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জে নিউ ব্রাদার্স ক্রিকেট ক্লাব আয়োজিত টি-১০ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে নিউ ব্রাদার্স ক্রিকেট ক্লাবের সভাপতি মোঃ নজির হোসেনের সভাপতিত্বে ফাইনাল খেলার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম আহব্বায়ক ইমদাদুল ইসলাম শীতল, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা জয়নাল সরদার, নাঈম কম্পিউটার একাডেমীর পরিচালক অলিউর রহমান দুলাল, বিশিষ্ট ক্রিড়াবিদ এমদাদুল হক কছির, তরুন ব্যবসায়ী মেহেদী হাসান হাবিব, কনফিডেন্স একাডেমীর অধ্যক্ষ লুৎফুর রহমান নাঈম।
বক্তব্য রাখেন রেজা করিম সনি, শিহাব আহমেদ, শাহেদুল ইসলাম শাহেদ, মোছাব্বির আহমেদ জসিম, সনি চৌধুরী, উজ্জল বণিক, বিপ্লব বৈদ্য, আনম আখলাকুল আম্বিয়া নাঈম, তাজুল ইসলাম, হৃদয়, রিপন প্রমুখ। ফাইনাল খেলায় রাব্বী ফ্রেন্ডস্ একাদশকে ৫১ রানে হারিয়ে ষ্টুডেন্ট কিংস ক্লাব জয়লাভ করে।