মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বাহুবল উপজেলা পরিষদের সামনে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
“নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা” স্লোগানটি ধারণ করে আজ রবিবার উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা বেগম, সমবায় কর্মকর্তা মোঃ মমতাজুর রহমান, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, শিক্ষক সমরেশ ভট্টাচার্য, উপজেলা পরিষদের সিএ কনক দেব মিঠু, কিশলয় জুনিয়র হাইস্কুলের অধ্যক্ষ জামাল আহমেদ শাকিব, ফকরুল ইসলাম, সাদিকুর রহমান, দিলারা বেগম প্রমুখ।