নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ থানা পুলিশ মানব পাচারকারীর সদস্য উপজেলার আলীপুর গ্রামের সুলতান মিয়া (৩৫)কে গ্রেফতার করেছে।
রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অপর দিকে একই দিন পুলিশ উপজেলার সাকুয়া বাজার থেকে আব্দুল আলীম (২১) নামের ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে।
সুত্রে জানাযায়, উপজেলার সদর ইউনিয়নের গুনাপাড়া গ্রামের মৃত আব্দুল আলীর স্ত্রী আরশ বিবি কন্যা রুশিদা বেগম’কে ফুসলিয়ে বিদেশ পাঠায় একই ইউপির বড় আলীপুর গ্রামের মৃত আমীর আলীর ছেলে সুলতান মিয়া।
বিদেশ নেয়ার পর থেকে দালালদের মাধ্যমে নানা নির্যাতন চালানো হত তার উপর। নির্যাতনের খবর পেয়ে মা আরশ বিবি বিজ্ঞ আদালতে মানব পাচারের অভিযোগে মামলা দায়ের করলে মামলাটি এফআইআর গণ্যে রুজু করার জন্য থানা পুলিশকে নির্দেশ দেয়া হয়।
আদালতের নিদের্শে ওসি নবীগঞ্জ মামলা নং ০৮/ তাং-০৮-১২-২০১৬ইং তারিখে রুজু করেন। মামলার পর থেকেই মানবপাচারকারী সুলতান পলাতক ছিল। গতকাল রবিবার গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাজহারুল ইসলাম একদল পুলিশ নিয়ে তাকে গ্রেফতার করেন।
অপর ধৃত আসামী আব্দুল আলীম উপজেলার করগাও ইউনিয়নের মৃত আছিল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে জি.আর ৯৮/১৩ইং মামলার গ্রেফতারী পরোয়ানা জারি হলে সে পালিয়ে যায়। রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই ফুলচান মিয়া’র নেতৃত্বে একদল পুলিশ স্থানীয় টুকের বাজার থেকে তাকে গ্রেফতার করেন।