নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পল্লী থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। রবিবার সকালে উপজেলার সাতাইহাল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবক উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল পশ্চিম পাড়া গ্রামের সিকান্দর আলীর পুত্র আলী হোসেন (৩৩)।
জানা যায়, নিহত আলী হোসেন মানসিক রোগে ভূগছিল। শনিবার দিবাগত রাতে ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগায়। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই আব্দুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মৃতদেহ উদ্ধার করেছেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় অপমৃত্যু মামলা হয়েছে।