নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক, দৈনিক আমাদের সময় ও দৈনিক আজকের হবিগঞ্জ প্রতিনিধি সলিল বরন দাশ এর উপর জাপা নেতা মুরাদ বাহিনীর নেতৃত্বে একদল সন্ত্রাসীদের হামলায় আহত হওয়ার ঘটনার প্রতিবাদে রবিবার বিকালে ক্লাব কার্যালয়ে নবীগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
প্রেস ক্লাব সভাপতি এম এ আহমদ আজাদ এর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মতিউর রহমান মুন্না’র পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তাগণ সন্ত্রাসী কর্তৃক প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সলিল বরণ দাশের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান। অন্যতায় মানব বন্ধনসহ কটোর আন্দোলনের ডাক দেয়া হবে।
প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক মছদ্দর আলী, দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, সাবেক প্রেসক্লাবের সভাপতি ফখরুল আহসান চৌধুরী, এটিএম সালাম, সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, বর্তমান সহ সভাপতি সরওয়ার শিকদার, এম মুজিবুর রহমান, এম এ মুহিত, কোষাধ্যক্ষ আকিকুর রহমান সেলিম, অফিস সম্পাদক এটিএম জাকিরুল ইসলাম, সাহিত্য সম্পাদক সুলতান মাহমুদ, সাবেক সিঃ সহসভাপতি আশাহিদ আলী আশা, সাবেক সাধারন সম্পাদক রাকিল হোসেন, হাবিবুর রহমান চৌধুরী শামীম, নিয়ামুল করিম অপু, প্রমূখ।
প্রতিবাদ সভায় বক্তাগণ জানান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সলিল বরন দাশ পেশাগত দায়িত্ব পালন কালে শহরের সেন্টাল প্লাজার সামনে জাপা নেতা মুরাদ আহমদ’র নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নেতৃবৃন্দ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সলিল বরন দাশের উপর হামলাকারীদের গ্রেফতারের জন্য পুলিশ প্রমাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন।