চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের গাতাবলা বাজার খাদিমুল কুরআন যুব সংঘের উদ্যোগে ৩ দিন ব্যাপী ১২তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ২০১৭ অনুষ্ঠিত হয়েছে।
গত ২ মার্চ বৃহস্পতিবার হইতে শুরু হয়ে শুক্রবার ও ৪ মার্চ শনিবার সমাপ্ত হয়।
উক্ত তাফসীরুল মাহফিল গাতাবলা বাজার ময়দানে অনুষ্ঠিত। তাফসীরুল মাহফিলে চুনারুঘাট শামছুল উলুম মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা জহুর আলীর সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি প্রভাষক কাউছার মিয়া তালুকদার এবং সংগঠনের সেক্রেটারীর মাওলানা হুছাইন আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত তাফসীরুল মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান করেন, শায়খুল হাদীস আল্লামা মুফিতি আনোয়ারা হুসেন চিশতী, নরসিংদী ও হযরত মাওঃ মুহাম্মদ ইসমাঈল বুখারী, ঢাকা, হযরত মাওঃ মুফতি নুরুল হক নবীগঞ্জী, হযরত মাওঃ হুসাইন আহমদ ত্বোহা, হবিগঞ্জ, হযরত মাওঃ নোমান হাবিবী, হযরত মাওঃ মুফতি সাঈদ আহমদ, কলরব, ঢাকা, হযরত মাওঃ আব্দুল হাই, বাহুবলী, হযরত মাওঃ মনজুর রশিদ আমিনী সিলেট, হযরত মাওঃ বশির আহমদ, শিক্ষক, সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয়, নালমুখ, হযরত মাওঃ মুহাম্মদ আলী, শিক্ষক জামেয়া শামছুল উলুম মাদ্রাসা, হযরত মাওঃ লোকমান সাদী, ঢাকা, হযরত মাওঃ আল-আমিন হুসাইন, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, ১০নং মিরাশী ইউপি চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব আলী তালুকদার, উপজেলা কৃষকলীগের সভাপতি শাহজাহান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব আলী মহালদার, হাজী আকবর হোসেন, শামীম মিয়া, প্রবাসী কাউছার মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী রজব আলী, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ফারুক মিয়া, সাংবাদিক ফখরুদ্দিন আবদাল, সাংবাদিক জুনায়েদ আহমদ প্রমুখ। মাহফিল শেষে বিশ্ব মুসলিম শান্তি কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে তাফসীরুল কুরআন মাহফিলের সমাপ্ত হয়।