মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ বাহুবল মডেল থানা কম্পাউন্ডে মাদক, জঙ্গী ও সন্ত্রাস বিরোধী মহা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল ৩টায় বাহুবল মডেল থানা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাহুবল মডেল থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আহ্বায়ক আসকার আলীর সভাপতিত্বে ও বাহুবল মডেল থানার ওসি মোঃ মনিরুজ্জামান-এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট রেঞ্জ ডিআইজি মোঃ কামরুল আহসান বিপিএম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।
বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম, শামছুদ্দিন তারা মিয়া, শাহ আব্দাল মিয়া তালুকদার, সাইফুদ্দিন লিয়াকত, জেলা পরিষদ সদস্য আলাউর রহমান সাহেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আবুল হুসেন, আব্দুল বারী আনছারী, বাহুবল মডেল প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য্য, শিক্ষক মনিকা দেব জেনী। স্বাগত বক্তব্য রাখেন বাহুবল মডেল থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব সুহেল আহমেদ।
উপস্থিত ছিলেন, বাহুবল কলেজের অধ্যক্ষ আবদুর রব শাহিন, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াসিনুল হক, মাধবপুর থানার ওসি মুক্তাদির হোসেন, আজমিরীগঞ্জ থানার ওসি অহিদুর রহমান পিপিএম, উপজেলা যুবলীগের আহ্বায়ক অলিউর রহমান-অলি, যুগ্ম আহ্বায়ক মোঃ মোশাহিদ আলী, উপজেলা কৃষকলীগ সভাপতি মাস্টার মখলিছুর রহমান প্রমুখ।