রাকিল হোসেন নবীগঞ্জ(হবিগঞ্জ)সংবাদদাতা:নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ-রানীগঞ্জ সড়কে সিএনজি (অটোরিক্সা) দুর্ঘটনায় একই পরিবারের মহিলা,শিশুসহ ৬জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল বৃহস্পতিবার দুপুরে রানীগঞ্জ ইউনিয়নের রওয়াইল গ্রামের সিজিল উল্লা পরিবারের ৫ সদস্য নিয়ে সিএনজি (অটোরিক্সা) যোগে ইনাতগঞ্জ বাজারে চিকিৎসার জন্য আসছিলেন। উল্লেখিত সড়কের জালালপুর নামক স্থানে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি সড়কের বাইরে একটি সীমানা প্রাচীরের সাথে ধাক্কা লেগে উল্টে যায়।
ফলে সিএনজিতে থাকা ৬জনই আহত হন। আহতরা হলেন,সিজিল উল্লা(৫৫),সুহেল মিয়া(২৫),সুবা বেগম(২৪),জুবা বেগম(১৩),রাহিমা বিবি(৪০) ও খাদিজা বেগম(৯)। গুরুতর আহত সিজিল উল্লাকে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের ইনাতগঞ্জে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।