নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার হরাইটেকা গ্রামের মৃত আব্দুল গফুর ছান্দু মিয়ার পুত্র মামলাবাজ আব্দুর রেজ্জাক তেরাই মিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তারই আপন সহোদর ভাই আব্দুল ছালাম তৈয়ব উল্লা।
আত্মাসাতের অভিযোগ তুলে গত মঙ্গলবার বাহুবল সহকারি কমিশনার (ভূমি) বরাবরে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগপত্রে বাদী বলেন, বিবাদী আব্দুর রেজ্জাক তেরা ই মিয়া একজন দাঙ্গাবাজ, পরধনলোভী, সমাজ বিরোধী মামলাবাজ প্রকৃতির লোক।
তার কারণে আমি বাড়ী ঘর ছেড়ে শশুর বাড়ীতে অবস্থান করছি। তিনি অভিযোগপত্রে আরও উল্লেখ করেন, আমি ও আমার ভাই আব্দুর রেজ্জাক তেরাই মিয়া পারিবারিক সম্পত্তি ভাগ বাটোয়ারা করার পূর্বে উক্ত সম্পত্তির বিরোধ নিয়ে হরাইটেকা গ্রামের আনজব উল্লার পুত্র মাওলানা আব্দুর রেজ্জাকের সাথে মামলা মোকদ্দমা চলে আসছিল। চলমান মামলা পরবর্তীতে নিস্পত্তি হয়েছে।
উক্ত মামলা নিস্পত্তি করতে আমার প্রায় ১০ লক্ষ টাকা খরচ হয়। কিন্তু সম্পত্তি উদ্ধারের পর সে (তেরাই মিয়া) মামলায় খরচকৃত আমার টাকা না দিয়ে উদ্ধারকৃত সম্পতি জবরদখল করে আমাকে বাড়ী ছাড়া করে রেখেছে।
এছাড়াও বাদীর পুত্র আব্দুল ছালামের পুত্রকে বিদেশ নেবে বলিয়া তেরাই মিয়া ৩ লক্ষ টাকা গ্রহণ করে বিদেশ নেয়নি বলে অভিযোগপত্রে বাদী উল্লেখ করেন।